বেলুন
বাড়ি
শঙ্খ
ঘোষ
তোমরা সবাই মাটির মানুষ
আমার আছে বেলুন বাড়ি-
সেই বেলুনে সমস্ত দিন
শূন্যে ভেসে দিচ্ছি পাড়ি ।
তোমরা দেখে মাথার ওপর
কেমন করে মেঘ চলে যায়
ওপর থেকে সেই মেঘকেই ।
দেখছি আমি পায়ের তলায় ।
একটা দেশেই তোমরা বাঁধা
আমার দেশতো হাজার হাজার
এমনি আমার বেলুনবাড়ি
কোনো সীমাই থাকে না যার ।
তোমরা কি চাও আমার মতো
থাকার সঙ্গে চলার স্বাদও !
নিজের নিজের বাড়ির ওপর
মস্ত একটা বেলুন বাঁধো ।
No comments:
Post a Comment