অতিথ পাখি - mBook

Boxed(True/False)

test

Tuesday, April 16, 2019

অতিথ পাখি


অতিথ পাখি
সরল দে

অতিথ পাখি অতিথ পাখি
পথিক পাখির ঝাঁক ,
দূর থেকে ওই আসছে উড়ে
হাজার হাজার লাখ
হারায় না পথ অতিথ পাখি
এ পথ তাদের চেনা নাকি ?
আসছে রে মেঘ ফুড়ে ফুড়ে
ঘুরে পথের বাঁক ।
আয় রে তোরা অতিথ পাখি
আয় রে তোরা আয় ।
হরেক পাখির খুশির মেলা
রঙের ছোঁয়া পায় ।
শীতের কটা দিনের তরে
অতিথ পাখি জলায় চরে ,
শীতের শেযে হিমের দেশে
আবার ফিরে যায় ।

No comments:

Post a Comment