বন্যা
অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয় ,
জলমগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয় ।
অস্থায়ী এই অবস্থাকে বন্যা নামে ডাকি
,
নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি
।
বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার ,
উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার ।
গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে
,
স্বেচ্ছাসেবক , সমাজসেবী এগিয়ে তখন
আসে ।
ত্রাণ শিবিরে মেলে খাবার , শিশুর খাদ্য
, জল ,
মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল ।
ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন
,
সুনিশ্চিত করতে হবে , জানায় প্রশাসন ।
No comments:
Post a Comment