দু-দিনের
বাদশা
হুমায়ুন তখন ভারতের মুঘল সম্রাট । আর শের খান তখন
বিহার তথা পূর্ব ভারতে ক্ষমতা বৃদ্ধি করে চলেছেন । হুমায়ুন শের খানের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করলেন । একবার শের খানের সঙ্গে হুমায়ুনের যুদ্ধ হল চৌসা নামক
জায়গায় । এই যুদ্ধে হুমায়ুন শের খানের কাছে । পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে
কোনোমতে পালিয়ে গেলেন ।
![]() |
| ManoranajnBook |
হুমায়ুন যখন গঙ্গার উপর একটি ছোটো সেতু দিয়ে
পালিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ সেতুটি গেল ভেঙে । সম্রাট পড়ে গেলেন নদীর জলে ।
সম্রাট যখন গঙ্গার জলে হাবুডুবু খাচ্ছেন সেই সময়
তাকে দেখতে পেলেন গঙ্গার ঘাটে জল নিতে আসা নিজাম নামে এক ভিস্তিওয়ালা ( ভিস্তিওলা
মানে জলবাহক ) । নিজাম তাড়াতাড়ি তার মশক ( মশক মানে জল বওয়ার জন্য চামড়ার তৈরি
বিশেষ থলি ) নিয়ে নদীতে ঝাপ । দিলেন এবং সম্রাটকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে
ডাঙায় তুললেন ।
প্রাণ ফিরে পেয়ে কৃতজ্ঞ সম্রাট হুমায়ুন নিজাম
ভিস্তিওয়ালাকে বললেন , তুমি আমার প্রাণ বাঁচিয়েছ । এর পুরস্কারস্বরূপ তোমাকে
আমার সিংহাসনে বসাব । কথা রেখেছিলেন সম্রাট হুমায়ুন । দু - দিনের জন্য হুমায়ুনের
সিংহাসনে বসে হিন্দুস্তানের বাদশা হয়েছিলেন নিজাম ভিস্তিওয়ালা ।

No comments:
Post a Comment