চাণক্যের
গল্প : দাঁত থাকলে রাজা , ভাঙলে মন্ত্রী
গোল্ল দেশে চক গ্রামে চনী নামে এক দরিদ্র ধার্মিক
ব্রাত্মণ বাস করতেন । তিনি শুধু সন্ন্যাসীদের সাহচর্যে সময় কাটাতেন । কালক্রমে
চনীর এক পুত্র জন্মগ্রহণ করে । নবজাত শিশুর সহজাত দাঁত ও অন্যান্য লক্ষণ দেখে সাধু
সন্ন্যাসীরা ভবিষ্যদ্বাণী করলেন যে , এ ছেলে বড়ো হয়ে পরাক্রান্ত সম্রাট হবে ।
পিতা চনী একথা শুনে দুঃখ পেলেন । তিনি মনে করতেন
রাজত্ব দুঃ খের কারণ । রাজারা কুকর্ম করে পাপভোগী হন এবং পরিণামে নরকে যান ।
তাই চনী অনেক ভেবে চিন্তে , রাজা হওয়ার অশুভ
সম্ভাবনা দূর করার জন্য শিশুপুত্রের দাঁতগুলি ভেঙে দিলেন ।
চনীর এই কাণ্ড দেখে সাধু - সন্ন্যাসীরা বললেন ,
দাঁত ভেঙে দেওয়ায় শিশুর রাজ্যলাভ আংশিক দূর হল বটে , তবে এ নিজে রাজা না হলেও অন্যের
দ্বারা রাজ্য শাসন করবে ।
চনীর এই পুত্রের নাম চাণক্য । পিতার ইচ্ছাকে সম্মান
দিয়ে চাণক্য । নিজে সম্রাট না হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সম্রাট রূপে
প্রতিষ্ঠিত করেন । মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য । আর
রাজা - স্রষ্টা চাণক্য হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরিচালক ,
পরামর্শদাতা ও প্রধানমন্ত্রী ।
No comments:
Post a Comment