নতুন ২০ টাকার নোট। কেমন দেখতে নতুন ২০ টাকার নোট? - mBook

Boxed(True/False)

test

Sunday, April 28, 2019

নতুন ২০ টাকার নোট। কেমন দেখতে নতুন ২০ টাকার নোট?

 নতুন ২০ টাকার নোট

সবুজ-হলুদ রঙের নতুন ২০ টাকার নোট নিয়ে এল আরবিআই। এর আগে নতুন ১০, ৫০, ২০০ ও ২ হাজার টাকার নোট বাজারে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।

 

 
কেমন দেখতে নতুন ২০ টাকার নোট? নতুন নোটটি সবুজ ও হলুদ রঙের। নোটের একদিকে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি।
নোটের অন্যদিকে রয়েছে ইলোরা গুহার ছবি।
নোটে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সই রয়েছে। নতুন ২০ টাকার নোটটির আয়তন ৬৩ মিমি x ১২৯ মিমি। 

 

No comments:

Post a Comment