আমার বাড়ির কাছে - mBook

Boxed(True/False)

test

Sunday, April 14, 2019

আমার বাড়ির কাছে


আমার বাড়ির কাছে
বিনয় মজুমদার

আমার বাড়ির কাছে                ওই রেলপথ আছে

সারাদিন গাড়ির আওয়াজ

শোনা যায় , দেখা যায়            আমার ও জানালায়

গাড়ি দেখি , ভুলে যাই কাজ ।

শুনি আমি বসে ঘরে               মাইকে ঘোষণা করে

কোন গাড়ি আসবে কখন ।

দুবার ঘোষণা করে         কিছুকাল পরে পরে

সেই দিকে চলে যায় মন ।

আমি বসে আছি বাড়ি              শিয়ালদহের গাড়ি

ওইখানে আসৰে এখন ।

এ রূপ ঘোষণা শুনি                আমিও তো কাল গুনি

কখন গাড়িটি ছুটে আসে

No comments:

Post a Comment