ইটের বেদিতে আকবরের অভিষেক - mBook

Boxed(True/False)

test

Sunday, April 14, 2019

ইটের বেদিতে আকবরের অভিষেক


ইটের বেদিতে আকবরের অভিষেক

ভারত সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক । তিনি ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে ১৬০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ৫০ বছর ভারত শাসন করেছেন । সেই সম্রাট আকবরের রাজ্যাভিষেকই হয়েছিল কয়েকটি ইট পেতে একটি বেদি তৈরি করে তার উপর । তাও আবার রাজধানী দিল্লি থেকে ঢের দূরে পাঞ্জাবের কালানৌর নামে এক জায়গায় ।
ManoranjanBook
ManoranjanBook
ঘটনা হল পিতা হুমায়ুন যখন দুর্ঘটনায় মারা যান তখন পুত্র আকবর ছিলেন পাঞ্জাবের কালানৌরের যুদ্ধক্ষেত্রে । সেখানে তারা আফগানদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন । তাই হুমায়ুনের দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী দিল্লিতে তাদের ফিরে আসা সম্ভব ছিল না । এই সময় সভাসদগণ হুমায়ুনের মৃত্যুসংবাদ গোপন রাখার জন্য তার মতো দেখতে মোল্লা বসিকে ( হুমায়ুনের ডামি ) সিংহাসনে বসান । আর এই নকল হুমায়ুনকে দিয়ে আকবরকে পরবর্তী সম্রাট বলে ঘোষণা করানো হয় ।

নকল হমায়নের এই ঘোষণার পর পাঞ্জাবের কালানৌরে অভিভাবক বৈরাম খাঁ কয়েকটি ইট পেতে একটি বেদি তৈরি করেন এবং তার উপর আকবরকে বসিয়ে তার আসল রাজ্যাভিষেক সম্পন্ন করেন

No comments:

Post a Comment