আকবরের সহিষ্ণুতা - mBook

Boxed(True/False)

test

Sunday, April 14, 2019

আকবরের সহিষ্ণুতা


আকবরের সহিষ্ণুতা

মুঘল সম্রাট আকবর ছিলেন ধর্মনিরপেক্ষ সর্বধর্মসহিষু শাসক । এ প্রসঙ্গে আবুল ফজল একটি ঘটনার উল্লেখ করেছেন ।
ManoranjanBook
ঘটনাটি হল — তখন গোয়া - দমন - দিউ অণ্ডলে পোর্তুগিজদের ঘাঁটি ছিল । একবার আগ্রায় খবর এল পোর্তুগিজরা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে একটি কুকুরের গলায় ঝুলিয়ে দমন শহরের রাস্তায় রাস্তায় সেই কুকুরটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে । এই খবর শুনে আকবরের মা হামিদা বানু অত্যন্ত রেগে গেলেন এবং পুত্র আকবরের কাছে গিয়ে বললেন , তোমাকে এর প্রতিশোধ নিতে হবে । তুমিও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে একটি গাধার গলায় ঝুলিয়ে কৌতুক যাত্রা শুরু করো । মায়ের কথাগুলি আকবর নীরবে শুনলেন । তারপর বললেন , মা তুমি আমাকে এ কাজ করতে বোলো না । কারণ আমি যে জানি বাইবেল একটি পবিত্র ধর্মগ্রন্থ । কতকগুলো নির্বোধ , গোঁড়া পোর্তুগিজদের জন্য আমি পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করতে পারি না ।

No comments:

Post a Comment