উত্থান - পতন - mBook

Boxed(True/False)

test

Wednesday, April 17, 2019

উত্থান - পতন


উত্থান - পতন

প্রকৃতির নিয়ম । ভারতের মোগলদেরই দেখুন । বাবর কাবুল থেকে এসে জয় করলেন দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল । আকবর পূর্বে ব্ৰত্মপুত্র নদ থেকে পশ্চিমে হিন্দুকুশ পর্বত পর্যন্ত অঞ্চলে মোগল কর্তৃত্ব প্রতিষ্ঠা । করলেন । ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে সংযুক্ত করে মোগল সাম্রাজ্যকে সর্ববৃহৎ সাম্রাজ্যে পরিণত করলেন ।
কিন্তু এই মোগল সাম্রাজ্যেও শুরু হল অবক্ষয়ের পালা । ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রায় পঞ্চাশ বছরের মধ্যেই দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে মোগল সাম্রাজ্য কমতে কমতে আবার দিল্লির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল ।
এই সময় লোকে মোগল সম্রাটকে নিয়ে হাস্য পরিহাস করত । বলত – সাম্রাজ্য নেই আর নামে বাদশা । বর্তমান দিল্লি এয়ারপোর্টের পাশে ছিল পালম গ্রাম । লোকে ব্যঙ্গ করে বলত ----    
               বাদশা শাহ আলম / দিল্লি সে পালম ।

No comments:

Post a Comment